বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি বেড়েছে ৭%

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : ২০১৬ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে স্মার্টফোন ডিভাইস বিক্রি ৪৩ কোটি ২০ লাখ ইউনিটে পৌঁছেছে। বুধবার বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়। খবর ইটি টেলিকম। বৈশ্বিক স্মার্টফোন বাজারের শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বী অ্যাপল ও স্যামসাং। চতুর্থ প্রান্তিকে স্যামসাংকে পেছনে ফেলে শীর্ষ স্মার্টফোন ভেন্ডরের জায়গা দখলে নিয়েছে অ্যাপল। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ৭ কোটি ৭০ লাখ ৩৮ হাজার ইউনিট স্মার্টফোন বিক্রিতে সমর্থ হয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। অন্যদিকে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং বিক্রি করেছে ৭ কোটি ৬৭ লাখ ৮২ হাজার ইউনিট। গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে অগ্নি দুর্ঘটনার কারণে স্যামসাং ডিভাইস বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু তা সত্তে¡ও অ্যাপলের সঙ্গে জোরালো প্রতিযোগিতা ধরে রাখতে সমর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। চীনভিত্তিক হুয়াওয়ে, অপো, বিবিকে এবং জিওনির সঙ্গেও প্রতিযোগিতা করতে হয়েছে স্যামসাংকে। চতুর্থ প্রান্তিকে এ প্রতিষ্ঠানগুলোর সবগুলোই বিক্রি প্রবৃদ্ধি অর্জন করেছে। চতুর্থ প্রান্তিকে ডিভাইস বিক্রির দৌড়ে একেবারে কাছাকাছি পর্যায় ছিল স্যামসাং ও অ্যাপল। দুই প্রতিষ্ঠানের মধ্যে ডিভাইস বিক্রিতে ব্যবধান ছিল ২ লাখ ৫৬ হাজার ইউনিট। গার্টনারের গবেষণা পরিচালক অনশুল গুপ্তা বলেন, বিশ্বের উদীয়মান বাজারগুলোয় বাজেট সাশ্রয়ী স্মার্টফোন বিক্রি আগের প্রান্তিকের মতোই বেড়েছে। পাশাপাশি স্মার্টফোন ডিভাইসের পরিপক্ব বাজারগুলোয় প্রিমিয়াম হ্যান্ডসেটের চাহিদা বেড়েছে উল্লেখযোগ্য। কিন্তু তা সত্তে¡ও এ নিয়ে টানা দুই প্রান্তিক স্যামসাংয়ের বিক্রি কমেছে। চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিক্রি কমেছে ৮ শতাংশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন