রাজশাহী ব্যুরো :‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত ২৭তম বার্ষিক তাবলীগী ইজতেমার ২য় দিনের জুম’আর খুৎবায় মুহতারাম আমীরে জামা’আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুলাহ আল-গালিব বলেন, সম্পদ ও পদমর্যাদার লোভ সমাজ জীবনে অশান্তির বড় কারণ। আমাদেরকে সকল প্রকার রিয়া ও শ্রুতি থেকে দূরে থেকে আলাহ্র ইবাদত করতে হবে।
গতকাল বিকালে দু’দিন ব্যাপী তাবলীগী ইজতেমার কার্যক্রম শুরু হয়। দেশের অন্যান্য ৫০টি জেলা থেকে হাজার হাজার পুরুষ ও মহিলা ইজতেমায় যোগদান করেছেন। প্রতিবছরের ন্যায় এবারও মহিলাদের জন্য পৃথক প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। আগামী শনিবার ফজর পর্যন্ত ইজতেমা চলবে ইনশাআলাহ। সংগঠনের আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুলাহ আল-গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমার ২য় দিন ১ম অধিবেশনে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, দফতর সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা ছফিউলাহ, মাওলানা দুররুল হুদা, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় শূরা সদস্য জামীলুর রহমান প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন