শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গ্রামীণ জনপদে ইউপি নির্বাচনের হাওয়া মনোনয়ন বঞ্চিত ৩৬ বিদ্রোহীসহ ৮১ প্রার্থী চষে বেড়াচ্ছেন মাঠঘাট

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : ইউপি নির্বাচনে যশোরের মণিরামপুরের ১৭ ইউনিয়নের মোট ৮১ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে ১৭, বিএনপির ১৭, জামায়াতের ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর দলের মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগ ও বিএনপি থেকে স্বতন্ত্র (বিদ্রোহী) হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ৩৬ জন। উপজেলার ১৭ ইউনিয়ন থেকে যারা চেয়ারম্যান পদপ্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেনÑ রোহিতা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনীত আনছার আলী সরদার, আওয়ামী বিদ্রোহী হাফিজ উদ্দিন, বিএনপি মনোনীত মিজানুর রহমান, জামায়াত সমর্থিত মাওলানা দেলোয়ার হুসাইন, স্বতন্ত্র আক্তারুজ্জামান ও মিজানুল হাসান; কাশিমনগর থেকে আওয়ামী মনোনীত স্বপন কুমার দাস, বিএনপি মনোনীত জিএম আহাদ আলী, জামায়াত সমর্থিত তাজউদ্দীন আহম্মেদ, আওয়ামী বিদ্রোহী তৌহিদুর রহমান, আবুল বাশার, খোরশেদ আলম ও ইশার মিজানুর রহমান; ভোজগাতী ইউনিয়ন থেকে আওয়ামী মনোনীত আবদুর রাজ্জাক, বিএনপি মনোনীত কওছার আলী, জামায়াত সমর্থিত হুমায়ুন কবির মুক্তা, রিজাউল করিম ও ইশার আসাদুজ্জামান; ঢাকুরিয়া থেকে আওয়ামী মনোনীত দুর্গাপদ সিংহ, বিএনপি মনোনীত জিএম মিজানুর রহমান ও জামায়াত সমর্থিত মাওলানা দেলোয়ার হোসেন; হরিদাসকাটি থেকে আওয়ামী মনোনীত বিপদ ভঞ্জন পাঁড়ে, বিএনপি মনোনীত নবীরুজ্জামান আজাদ, বিএনপি বিদ্রোহী আবুল কাশেম, আওয়ামী বিদ্রোহী স্বদেশ সরকার, আলমগীর হোসেন লিটন ও নিতাই চন্দ্র বিশ্বাস; মণিরামপুর সদর থেকে আওয়ামী মনোনীত এয়াকুব আলী সরদার, বিএনপি মনোনীত নিস্তার ফারুক, জামায়াত সমর্থিত আহসান আহম্মেদ লিটন ও আওয়ামী বিদ্রোহী মনিরুজ্জামান মিল্টন; খেদাপাড়া থেকে আওয়ামী মনোনীত আবদুল আলিম জিন্না, আওয়ামী বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান ও বিএনপি মনোনীত শামছুজ্জামান শান্ত, বিএনপি বিদ্রোহী নাজমুস সাদাত; হরিহরনগর থেকে আওয়ামী মনোনীত জহরুল ইসলাম, আওয়ামী বিদ্রোহী মনিরুজ্জামান মুকুল, বিএনপির আব্দুর রাজ্জাক, নূর মোহাম্মদ, জহুর আলী ও জামায়াত সমর্থিত আবু বক্কর সিদ্দিকী, স্বতন্ত্র নজরুল ইসলাম, জোহর আলী, আবদুর রাজ্জাক বিশ্বাস ও তবিবুর রহমান; ঝাঁপা থেকে আওয়ামী মনোনীত শামছুল হক মন্টু, আওয়ামী বিদ্রোহী সিরাজুল ইসলাম, বিএনপি মনোনীত আলাউদ্দিন ও জামায়াত সমর্থিত ডা. শরিফুল ইসলাম; মশ্মিমনগর থেকে আওয়ামী মনোনীত আবুল হোসেন, বিএনপি মনোনীত অ্যাডভোকেট আবদুল গফুর, বিএনপি বিদ্রোহী ইয়ামিন হোসেন ও জামায়াত সমর্থিত সেলিম জাহাঙ্গীর; চালুয়াহাটি থেকে আওয়ামী মনোনীত আবুল ইসলাম, বিএনপি মনোনীত বজলুর রহমান, আওয়ামী বিদ্রোহী আবদুল হামিদ, আবদুল হাই ও ইশার আনছার আলী; শ্যামকুড় থেকে আওয়ামী মনোনীত মনিরুজ্জামান মনি, বিএনপি মনোনীত এসএম মশিউর রহমান ও স্বতন্ত্র মনিরুজ্জামান, মেজবাউল ইসলাম পারভেজ; খানপুর থেকে আওয়ামী লীগ মনোনীত গাজী মোহাম্মদ, বিএনপি মনোনীত অ্যাডভোকেট মুজিবুর রহমান; দুর্বাডাঙ্গা থেকে আওয়ামী মনোনীত সরদার বাহাদুর আলী, বিএনপি মনোনীত আলতাফ হোসেন, জামায়াত সমর্থিত মাওলানা আজিজুর রহমান ও বিএপি বিদ্রোহী নজরুল ইসলাম; কুলটিয়া থেকে আওয়ামী মনোনীত শেখর চন্দ্র রায়, আওয়ামী বিদ্রোহী পরিতোষ বিশ্বাস, বিএনপি মনোনীত লক্ষণ চন্দ্র ধর, বিএনপি বিদ্রোহী প্রভাষক নাজমুল হক লিটন; নেহালপুর থেকে আওয়ামী মনোনীত এসএম ফারুখ হুসাইন, বিএনপি মনোনীত নাজমুস সাদাত, বিএনপি বিদ্রোহী মনিরুজ্জামান, জাপা নেতা অ্যাডভোকেট কামরুজ্জামান, জামায়াত সমর্থিত মাওলানা আবু তালহা ও স্বতন্ত্র হারুন-অর-রশিদ; মনোহরপুর থেকে আওয়ামী লীগ মনোনীত মশিউর রহমান, বিএনপি মনোনীত আক্তার ফারুক মিন্টু মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন