শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বাবু

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : তরুণ নির্মাতা ইয়ামিন ইলানের নির্দেশনায় প্রথমবার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করছেন ফজলুর রহমান বাবু ও গোলাম কিবরিয়া তানভীর। অভিনেতা ফজলুর রহমান বাবু এবারই প্রথম একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেলেন। শর্টফিল্মের নাম ‘কন্যা’। ঢাকার উত্তরার লোকেশনে এর দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। বাবু বলেন, এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কন্যা সন্তানের চমৎকার একটি গল্প রয়েছে। প্রথমবার ভিন্নধর্মী এই গল্পে কাজ করছি। শাহ্ ইফতেখার তারিকের রচনায় ইলান সুন্দরভাবে গুছিয়ে এ কাজটি করছেন। আশা করি, দর্শক আমার এ কাজটি পছন্দ করবেন। তরুণ নির্মাতা ইলান এর আগে ‘হীন’ নামের একটি নাটকসহ বেশকিছু জনপ্রিয় মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। তিনি এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিষয়ে বলেন, নারী অধিকার, নারীর ক্ষমতায়ন অনেক কিছুই আমাদের সমাজে হচ্ছে। চর্চার শুরু কিন্তু পরিবার থেকেই। অনেকেই মনে করেন ইসলামে নারীকে কেবল পর্দার আড়ালে রেখেই সম্মানিত করা হয়েছে। কিন্তু ইসলাম নারীকে কীভাবে প্রাধান্য দিয়েছে সেটা অনেকেরই অজানা। এই শর্টফিল্মটি মানুষের মনে নাড়া দেবে বলে আমার বিশ্বাস। মুহাম্মদ বদরুজ্জামানের প্রযোজনায় এটি পরিবেশনা করছে ব্রাইট সল্যুশন মাল্টিমিডিয়া। খুব শিগগিরই হলিটিউনস রেকর্ডের ব্যানারে ইউটিউবে আসবে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন