রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নব্য জেএমবি সদস্য সন্দেহে একজন গ্রেফতার

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নব্য জেএমবির নেতা অভিযোগে মিজান নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।  
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো: মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বনানীর কাকলী রেলক্রসিংয়ের কাছে একটি বাসে অভিযান চালিয়ে মিজানকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, মিজান নব্য জেএমবিকে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করে আসছিল। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
গোয়েন্দা পুলিশ জানায়, বড় মিজান নব্য জেএমবির চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ এলাকার প্রধান। সে আগে জুন্দ আল তাওহীদ নামক জঙ্গি সংগঠনের প্রধান সামরিক কমান্ডার ছিল। পরবর্তী সময়ে সে তামিম চৌধুরীর মাধ্যমে নব্য জেএমবির সদস্য হয়। এরপরই চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত কেন্দ্রিক অস্ত্র ও গ্রেনেড তৈরির উপকরণ, ডেটোনেটর ও জেল চোরাচালানের একটি চক্র বা সিন্ডিকেট তৈরি করে। যারা নব্য জেএমবির সব অস্ত্র, ডেটোনেটর ও জেল সরবরাহ করে আসছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন