বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় বন্দুকযুদ্ধে ‘জেএমবি নেতা’র লাশ নিতে পিতার অস্বীকৃতি

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

গোদাগাড়ী (রাজশাহী) থেকে মো. হায়দার আলী : বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত আমিজুল ইসলাম ওরফে আলামিন ওরফে রনি (২৩) নিষিদ্ধ সংগঠন নব্য জেএমবির উত্তরবঙ্গের সামরিক শাখার প্রধান কমান্ডার ছিল বলে জানিয়েছে পুলিশ। আমিজুলের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বুজরুক রাজারামপুর গ্রামে। এদিকে নিহত জঙ্গিনেতা আমিজুলের বাবা মো. দুরুল হোসেন লাশ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। তার লাশ বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, নিহিত জঙ্গি নেতার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা এ ব্যপারে কোনো রেসপন্স করেনি। পরিবারের সদস্যরা এলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে। অপর দিকে, আমিজুলের মৃত্যুর খবরে স্বস্তি ফিরে এসেছে বুজরুক রাজারামপুর ও আশপাশের মহল্লায়। এলাকার বীর মুক্তিযোদ্ধা এলতাস হোসেন বলেন, গোয়েন্দা পুলিশের উপর হামলার পর থেকে এ এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছিল। কিন্তু জঙ্গি নেতা নিহতের পর থেকে মানুষের মাঝ থেকে আতঙ্ক দূর হয়েছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সি জানান, ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় পর থেকে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জেলার পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভ‚ঁইয়া জানান, বৃহস্পতিবার গোদাগাড়ী মডেল থানার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এ ছাড়া নিহত জঙ্গি নেতার ব্যাপারে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য। আচারÑআচরণে শান্ত দুর্ধর্ষ প্রকৃতির শীর্ষ জঙ্গি নেতা আমিজুল সর্বশেষ নব্য জেএমবির উত্তরবঙ্গের সামরিক শাখার প্রধান কমান্ডার হিসেবে কাজ করছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন