শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ইউরোপের পাঁচ দেশ ভ্রমণে নাঈম-নাদিয়া দম্পতি

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ইউরোপের পাঁচ দেশ সুইজারল্যান্ড, জার্মানী, ফ্রান্স, অস্ট্রিয়া ও ইটালি ভ্রমণে গেলেন নাঈম ও নাদিয়া দম্পতি। পাঁচটি দেশে মোট বিশদিন ঘুরে বেড়াবেন তারা দু’জন। যাওয়ার আগে নাঈম বলেন, ‘সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। কাজের বাইরেও নিজেদেরকে একটু সময় দেয়া উচিত। সেই ভাবনা থেকেই আমি আর নাদিয়া ইউরোপের পাঁচটি দেশে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করি। নিজেরা নিজেদের মতো ঘুরে বেড়াবো। দু’জন দু’জনকে সময় দিবো।’ নাদিয়া বলেন, ‘আমাকে এবং নাঈমকে কাজে টানা ব্যস্ত থাকতে হয়। দেখা যায় যে মাসের পুরোটা সময়ই দু’জনকে শূটিংয়ে ব্যস্ত থাকতে হয়। নিজেরা নিজেদের সুখ-দুঃখ, ভালোলাগা-মন্দলাগা শেয়ার করার সময়ই তেমন একটা পাই না। তাই একান্তে সময় কাটাতে ইউরোপ যাওয়া। অনেক ভালো লাগছে যে পৃথিবীর সুন্দরতম জায়গাগুলো ঘুরে দেখতে পারবো। সবার কাছে দোয়া চাই যেন আমরা দু’জন ভালোভাবে দেশে ফিরে আসতে পারি।’ এদিকে সম্প্রতি নাঈম মালয়েশিয়া থেকে ইমরাউল রাফাত এবং আর বি প্রীতমের নাটকের শুটিং শেষ করে দেশে ফিরেছিলেন। দেশে ফিরেই অঞ্জন আইচ, নঈম ইমতিয়াজ নেয়ামুল এবং সাদাত রাসেলের কাজ শেষ করে দেন। নাদিয়া পূজার নির্দেশনায় একটি বহুজাতিক কোম্পানির নতুন পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপনটিতে নাদিয়াকে একজন নৃত্যশিল্পী হিসেবে দেখা যাবে। বিজ্ঞাপনটি নিয়ে দারুণভাবে আশাবাদী নাদিয়া। উল্লেখ্য এর আগে বিয়ের পরপরই নাঈম ও নাদিয়া বেশ কিছু দিনের জন্য আমেরিকা বেড়াতে গিয়েছিলেন। তার কিছুদিন পর তারা থাইল্যান্ডে গিয়েছিলেন। এবার তৃতীয়বারের মতো বেড়াতে গেলেন ইউরোপে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন