বিনোদন ডেস্ক : শাবনূরের মা বলেছেন শাবনূর অস্ট্রেলিয়া চলে গেছেন। আর শাবনূরের স্বামী অনিক বলছেন তিনি দেশেই আছেন। দু’জনের দু’রকমের কথায় প্রশ্ন উঠেছে, তাহলে শাবনূর এখন কোথায়। আবার শাবনূরের সাথে যোগাযোগও করা যাচ্ছে না। এ নিয়ে এক ধরনের ধুম্রজালের সৃষ্টি হয়েছে। অনিকের দাবি শাবনূর দেশে আছেন। কিছুদিনের মধ্যে তিনি ‘এত প্রেম এত মায়া’ সিনেমার কাজে অংশ নেবেন। এদিকে ছেলের চিকিৎসা ও কিছু জরুরি কাজ করতে শাবনূর অস্ট্রেলিয়া চলে গেছেন বলে তার মা জানিয়েছিলেন। অনিক বলেন, শিশুদের জ্বর-ঠান্ডা তো লেগেই থাকে। এ নিয়ে শাবনূরের অস্ট্রেলিয়া যাবার কোনো কারণ নেই। এদিকে বছরের বেশিরভাগ সময় শাবনূর অস্ট্রেলিয়া থাকেন। অনিক থাকেন বাংলাদেশে। দু’জনের মধ্যে নাকি সম্পর্ক ভালো যাচ্ছে না। তাই ১১ মাস পর মাত্র এক মাস আগে দাম্পত্য জীবনের কলহ মেটাতে দেশে আসেন শাবনূর। জবাবে অনিক বলেন, এমন কোনো কিছুই আমাদের মধ্যে হয়নি। শাবনূর ছেলেকে নিয়ে আমার বাসায় আসে। আমি ওর ওখানে যাই। আমাদের মধ্যে দারুণ বোঝাপড়ার সম্পর্ক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন