বিনোদন ডেস্ক : মোশাররফ করিম এবং মাহিয়া মাহি চলচ্চিত্রে জুটি হচ্ছেন। ওয়াজেদ আলী সুমনের নির্মাণাধীন সিনেমা ফালতু’তে মোশাররফ আগে থেকেই ঠিক হয়ে ছিলেন। নায়িকা কে হবেন তা চূড়ান্ত করা হয়নি। অবশেষে তার নায়িকা চূড়ান্ত করা হয়েছে। মাহি হবেন মোশাররফের নায়িকা। পরিচালক মনে করছেন, টেলিভিশনের শীর্ষ অভিনেতা এবং চলচ্চিত্রের শীর্ষ নায়িকার জুটি দর্শকদের জন্য চমক হয়ে ধরা দেবে। শিঘ্রই সিনেমাটির শূটিং শুরু হবে। এদিকে মোশাররফ করিম সম্প্রতি অভিনয় করেছেন তৌকীর আহমেদের ‘হালদা’ সিনেমায়। একই পরিচালকের ‘অজ্ঞাতনামা’ ছিল তার মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা। অন্যদিকে মাহি শূটিং করছেন একাধিক সিনেমার। তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অনেক দামে কেনা’। দীর্ঘদিন তিনি পর্দায় অনুপস্থিত রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন