শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চলচ্চিত্রে অভিষেক হচ্ছে নতুন নায়িকা ক্যামেলিয়ার

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ‘নুরুমিয়া ও তার বিউটি ড্রাইভার’ সিনেমাটি কয়েকদিন হচ্ছে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। সিনেমাটিতে বিউটি ড্রাইভার চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ ক্যামেলিয়া রাঙা। এরমধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তার। সিনেমাটিতে অভিনেতা ফজলুর রহমান বাবুর বিপরীতে অভিনয় করেছেন ক্যামেলিয়া। এ প্রসঙ্গে ক্যামেলিয়া বলেন, নুরু মিয়া চরিত্রে অভিনয় করেছেন বাবু ভাই, আর আমি তার বিউটি ড্রাইভার। আমি তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটিতে কাজ করে বেশ ভালো লেগেছে। আশা করি, দর্শকও উপভোগ করবেন। তিনি বলেন, আমি চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে চাই। ভাল সুযোগ পেলে নিয়মিত কাজ করব। এদিকে পরিচালক মিজানুর রহমান লাবু বলেন, বেশ বড় পরিসরে সিনেমাটি মুক্তি দিতে চাই। প্রযোজক মিজানুর রহমান ভাই আমাকে সিনেমাটি বানানোর জন্য বেশ স্বাধীনতা দিয়েছেন। তাই গুছিয়ে কাজটি করতে পেরেছি। সেন্সরবোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে বেশ প্রশংসা করেছেন। আপাতত ৩১শে মার্চ মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। যাদুকাঠি মিডিয়া পরিবেশিত এর গানে মমতাজ, কণা, নাজির মাহমুদ ও ফজলুর রহমান বাবু কণ্ঠ দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন