বিনোদন ডেস্ক : বাংলা ঢোলের ব্যানারে একটি বৈশাখের গানে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। শহীদুল্লাহ ফরায়জীর কথায় ‘বৈশাখী মেলা’ শিরোনামের গানটির সুর দিয়েছেন ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। সম্প্রতি গানটির মিউজিক ভিডিওর শূটিং করেছেন আঁখি। আঁখি বলেন, ‘আলী আঙ্কেলের সুরে এর আগে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেয়ার সৌভাগ্য হয়েছিলো। তবে বৈশাখের গানটি সম্পূর্ণ আলাদা। এমন একটি আনন্দ-উৎসবের গানে কণ্ঠ দিতে পেরে দারুণ ভালো লাগছে। এটি আমার কাছে একটি পুরস্কার।’ আঁখি বলেন, ‘আমি সাধারণত নিজের গানের ভিডিও নিজের পছন্দে তৈরি করি। প্রথমবার অন্যদের তৈরি করা গানের ভিডিওতে অংশ নিলাম। বিরাট আয়োজন দেখে অবাক হয়েছি। ভিডিওটি দারুণ হয়েছে। শূটিং বেশ উপভোগ করেছি, নাচে অংশ নিয়েও ভালো লাগছে।’ ভিডিও তৈরি করেছেন আশিকুর রহমান। এতে কোরিগ্রাফি করেছেন আরিফ রোহান। ভিডিওতে আখির সঙ্গে নেচেছেন ৩২ জনের নাচের দল। গানটি শোনা যাবে বাংলা ঢোলের অ্যাপস ও যে কোনো অপারেটর থেকে ৪৬৪৬ নম্বরে ডায়াল করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন