শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘অগ্নিফেরা’তে অভিষেক সিমরান কওরের

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সিমরান কওরকে চেহারায় সবাই চিনতে নাও পারেন, তবে কণ্ঠে চেনে অনেকেই। তিনিই হিন্দি ডাবিংয়ে ‘ডোরেমন’ সিরিজে নোবিতা নোবির কণ্ঠ দিয়েছেন। এবার তার আসল অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে ‘অগ্নিফেরা’ সিরিয়ালটি দিয়ে।
এক বর আর দুই কনেকে নিয়ে দাম্পত্য জটিলতা নিয়ে ‘অগ্নিফেরা’ সিরিয়ালটির গল্প।
সিমরান দুই কনের একজন সৃষ্টির ভূমিকায় অভিনয় করছেন। সৃষ্টি চৌকস আর বুদ্ধিমতী এক মধ্যবিত্ত তরুণী। সে আইন বিষয়ের শেষ বর্ষে পড়াশোনা করছে। সিমরা চরিত্রটির জন্য অনলাইন ভিডিও দেখে আইনজীবীদের কথা বলার ভঙ্গি এবং তার চরিত্রের সম্ভাব্য চালচলন শিখে নিচ্ছে।
তিনি বলেন, “আমাকে বলা হয় একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে হবে। সেই থেকে এই পেশা নিয়ে জানবার চেষ্টা করছি। আমার মনে হয়েছে বিষয়টি নিয়ে পড়াশোনা করলে সুবিধা হবে।”
তিনি জানান, দুই সপ্তাহ ধরে তিনি গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং যতটা সম্ভব আরো জানার চেষ্টা করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন