শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শাকিবকে নিয়ে অপু ও বুবলির মধ্যে টানাপড়েন!

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিবকে নিয়ে দুই নায়িকার মধ্যে বেশ টানাপড়েনের সৃষ্টি হয়েছে। তাদের এই টানাপড়েনে বোঝা যাচ্ছে দুজনই শাকিবকে নিজের বলে দাবি করছেন। কেউই শাকিবকে ছাড়তে চান না। এ দুইজনের একজন শাকিবের দীর্ঘকালের নায়িকা অপু বিশ্বাস, আরেকজন নবাগত বুবলি। শাকিবকে নিয়ে বুবলির অতি উৎসাহী আচরণ অপু বিশ্বাসকে তেলে-বেগুনে জ্বালিয়ে দিচ্ছে। এ নিয়ে বুবলিকে অপু ফোন করে ঝারিও দিয়েছেন বলে বুবলি অভিযোগ করেছেন। অন্যদিকে অপু তা অস্বীকার করে বলেছেন, আমি বুবলিকে হুমকি দেইনি। আমি তো কোনো সন্ত্রাসী না যে তাকে হুমকি দেব? আমি নিজেই বুবলিকে বলেছি কল রেকর্ড রাখতে। ও যদি পারে রেকর্ড সবাইকে শোনাক। তবে প্রশ্ন উঠেছে, অপু কেন হঠাৎ বুবলিকে ফোন করে ঝারি দেবেন? এর কারণ কি? জবাবে অপু বলেছেন, দুই-তিন দিন আগে বুবলি তার নিজস্ব ফেসবুকে তার পরিবারের সঙ্গে শাকিব খানকে নিয়ে একটা ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ফ্যামিলি টাইম। এটা সে কেন লিখবে? শাকিব তো তার পরিবারের কোনো সদস্য নয়। তাহলে ফ্যামিলি টাইম কেন লিখবে সে? আমি যখন দেশের বাইরে ছিলাম তখন শাকিবের হাত ধরে বুবলির আগমন। আমি নেই বলেই সে শাকিবের বিপরীতে কিছু কাজ করেছে। কিন্তু এই সুযোগে সে শাকিব খানকে দখল করে ফেলেছেন বলে ভাবছে। বুবলি শাকিবকে নিয়ে ছবি তুলে ক্যাপশন দিলে অপুর কি? এমন প্রশ্নের জবাবে অপু জোর দিয়েই বলেছেন, আমি শাকিবের কে সেটা আমি বলব না। এটা শাকিবই ভালো বলতে পারবে। তবে এটুকু বলব, শাকিবকে কেউ নিজের পরিবার ভাবলে আমার আপত্তি করার অধিকার আছে। সেই অধিকার নিয়েই আমি এটি বলেছি। এর আগেও শাকিব আরো অনেক নায়িকার বাসায় গিয়ে নানা অনুষ্ঠানে অংশ নেয়। অনেক ছবিও তুলেছে। কিন্তু কেউই বুবলির মতো আহ্লাদিত হয়ে এমন পোস্ট দেননি। ও এত সাহস কোথায় পেল যে, পাবলিকলি শাকিবকে পরিবারের সদস্য বলে দাবি করে! আমি বুবলিকে ফোন করে এটাই জিজ্ঞেস করেছি। তার পরিবারের কেমন সদস্য শাকিব? সে কোনো উত্তর দিতে পারেনি। আমি শাকিবকেও কল দিয়ে জানতে চেয়েছি বুইল কেন এটা লিখল। শাকিব আমাকে জানিয়েছে, বুবলির সঙ্গে তার কাজের বাইরে কথাই হয় না। আমিও প্রমাণ পেয়েছি, বুবলির সঙ্গে শাকিবের বন্ধুত্ব বলে কিছু নেই। যার সঙ্গে এমন কিছু নয় সে কি করে পরিবারের সদস্য হয়! অপু বলেন, আমি বুবলির শত্রæ নই। ও কাজ করছে করুক। কিন্তু শাকিবকে নিয়ে নানা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন