বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কলাপাড়ায় ১৫ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় ১৫ গ্রামের মানুষের একমাত্র একটি বাঁশের সাঁকোই ভরসা। উপজেলার ধুলাসার ইউনিয়নের খাপড়াভাঙ্গা নদীর তারিকাটা পয়েন্টে ওইসব গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি সেতুর জন্য বিভিন্ন মহলে আবেদন করলেও অদ্যাবধি কোনো সুফল মেলেনি। ফলে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী ছাত্রছাত্রীসহ অসুস্থ ও গর্ভবতী মায়েদের চরম ঝুঁকি নিয়ে এ বাঁশের সাঁকোর উপর দিয়ে আসা-যাওয়া করছেন। এছাড়া সাঁকোটির অবস্থা খারাপ হওয়াতে বর্তমানে অনেকেই খেয়া নৌকা দিয়ে পারাপার হচ্ছেন বলে ওখানকার লোকজন জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সহজ উপায় উপজেলা কিংবা মহিপুর, আলীপুর  ও ধুলাসারের চাপলী বাজারের যোগাযোগ রক্ষার জন্য ২০০৫ সালে এলাকার লোকজনের এ বাঁশের সাঁকো নির্মাণ করে। কিন্তু কয়েক বছরের মধ্যে বাঁশ পচে নষ্ট হয়ে যায়। ফলে ওইসব গ্রামের মানুষ চরম ঝুঁকি নিয়ে এ বাঁশের সাঁকোর উপর দিয়ে পারাপার হচ্ছেন। নয়াকাটা গ্রামের সাবেক মেম্বার মো. নোয়াব আলী হাওলাদার জানান, এলাকার রাস্তঘাট পাকা। আথচ খাপড়াভাঙ্গা নদীতে ব্রিজ নির্মাণ করা হয়নি। দূর-দূরান্ত থেকে কৃষিপণ্য ও মালামাল মাথায় করে এলাকাবাসী ঝুঁকি নিয়ে এ সাঁকোটি পার হয়। ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আ. ছালাম শিকদার জানান, জনস্বার্থে খাপড়াভাঙ্গা নদীর তারিকাটা পয়েন্টে ব্রিজ নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। ইতোপূর্বে তিনি উপজেলা পরিষদের সভায় উপস্থাপন করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোতালেব তালুকদার বলেন, খালটি অনেক বড় হওয়ায় কিছুই করা যাচ্ছে না। তবে ব্রিজটি নির্মাণের প্রস্তাব পাঠানো হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন