বিনোদন ডেস্ক: গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নজাল সিনেমাটির শূটিং শেষ হয়েছে। কয়েক দিনের মধ্যে সিনেমাটির টেকনিক্যাল কিছু কাজ করতে ভারত যাবেন। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নায়িকা পরীমনি। সেলিম পরীমনিকে নিয়ে বেশ উচ্ছাসিত। তিনি বলেন, পরীমনি প্রত্যাশার চেয়েও ভাল অভিনয় করেছে। অথচ এ চরিত্রে নেয়ার জন্য বেশ হিমশিম খেতে হয়েছে। প্রায় দুইশ অভিনয়শিল্পীর অডিশন নেয়া হয়েছে। তাদের মধ্য থেকে পরীমনিকে বেছে নিয়েছি। আমার মনে হয়েছে পরীই এ চরিত্রের জন্য উপযুক্ত। শূটিং করতে গিয়েও এ ধারণা ভুল হয়নি। পর্দায় তার উপস্থিতি দেখলে দর্শক বুঝতে পারবেন। তিনি বলেন, সিনেমাটি দেখে দর্শক আনন্দ এবং দুঃখ মনে বাড়ি ফিরবেন। বাড়ি এসে বন্ধু আর আপনজনদের প্রেক্ষাগৃহে পাঠাবেন। এতে পরীমনির সঙ্গে অভিনয় করেছেন নবাগত ইয়াশ রোহান। গল্পের প্রয়োজনে নতুন নায়ক নেয়া হয়েছে। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের ও প্রসূন আজাদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন