বিনোদন ডেস্ক : স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ২৬ মার্চ বিশেষ আয়োজনে অনুষ্ঠানমালা সাজিয়েছে মাছরাঙা টেলিভিশন। এ আয়োজনে রয়েছে সকাল ৯ টায় নৃত্যানুষ্ঠান ‘স্বাধীনতা তুমি’। এতে স্বাধীনতা ও দেশাত্মবোধক বিভিন্ন গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন শিল্পীরা। সকাল ৯টা ৩০ মিনিটে থাকছে সত্যেন সেনের ‘পরীবানুর কাহিনী’ গল্প অবলম্বনে অনুনাটক ‘পরীবানু’। আশফাকুর রহমান আশিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, তমালিকা কর্মকারসহ আরও অনেকে। সকাল ১০টায় প্রচারিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘এইতো প্রেম’। সোহেল আরমানের পরিচালনায় এ ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব খান ও বিন্দু। দুপুর ১টায় প্রচারিত হবে আলমগীর কবির নির্মিত প্রামাণ্যচিত্র ‘লিবারেশন ফাইটার্স’। বিকাল ৪টা ৪০ মিনিটে থাকছে টেলিফিল্ম ‘একটা পোস্টার’। অঞ্জন আইচের পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম, মিশু সাব্বির, নাদিয়া মীম প্রমুখ। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রয়েছে নাটক ‘ভোরের প্রসূতি’। রওনক হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন শশী, রওনক হাসান, নাজিরা মৌ প্রমুখ। রাত ৯টায় প্রচারিত হবে তথ্যচিত্র ‘মার্চের সেই রাত’। রাত ১১টায় সরাসরি স¤প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘প্রিয়তম স্বদেশ’। এতে গান পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ান তারকাখ্যাত শিল্পী লিজা ও অপু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন