শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিশেষ টেলিফিল্ম কালবেলা

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : স্বাধীনতা দিবস উপলক্ষে এটিএন বাংলায় আজ রাত ১১টায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘কালবেলা’। গাজী ফারুকের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সম্রাট, অরিণ, আন্না, সাগর, আশিক চৌধুরী, হান্নান শেলী, শাহেনা আক্তার, শম্পা নিজাম, হিরা ও শিশু শিল্পী জারা। ২৬শে মার্চের সকাল। সারা গ্রামে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। উৎসবের মাঝে দ্রæত গতিতে মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতের কাছে সাইকেল নিয়ে ছুটতে থাকে কৈলাস চন্দ্র। বেওয়ারিশ মৃত শিশুকে রাস্তা থেকে সাইকেলে তুলে নিয়ে ঘুরছে সে। তাকে হিন্দু মতে নাকি মুসলমান মতে সমাহিত করা হবে তা জানতে। কারো কাছে সদুত্তর না পেয়ে সে তাকে মাটিচাপা দিয়ে সমাহিত করে সজল চোখে তার প্রেমিকা মুক্তি রাণীকে সমাজের অসামঞ্জস্যের কথা বলে। এবারের স্বাধীনতা দিবসে বেসরকারি একটি বিশ্বাবিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের টীমকে মুক্তিযুদ্ধে আক্রান্তদের নিয়ে একটি এ্যাসাইনমেন্ট দেয়া হয়। টীম মেম্বার নুসরাত বাবার তথ্য অনুযায়ী মুক্তিযোদ্ধার খোঁজে যায় ধামরাইয়ের পাল পাড়ায় দত্ত বাড়িতে। সেখানে পরিচয় হয় ৭১-এর বীরাঙ্গনা মালতী দত্তের যুদ্ধ শিশু মুক্তি রাণীর সঙ্গে। নুসরাত ও শায়নের সঙ্গে যুদ্ধ নিয়ে আবেগ মিশ্রিত কথা বলতে বলতে কেঁদে ফেলেন মালতী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন