বিনোদন ডেস্ক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খালেদা আহমেদ-এর কাহিনী ও চিত্রনাট্য এবং শরিফুল ইসলাম শামীম ও খালেদা আহমেদ-এর পরিচালনায় বিশেষ নাটক ‘জয়ার জয়’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, শ্যামল মাওলা, ডলি জহুর প্রমুখ। বর্তমান সমাজে এক রাজাকারের ছেলে তার বাবাকে মুক্তিযোদ্ধা বলে দাবি করছে সেই ইন্টারভিউ দেখছিলো ঝুমা চৌধুরী। তারপর মনে পড়ে যায় মেহের আলীর ঘটনা। জয়ার বাবা এক সরকারি কর্মচারি সেই সূত্রে ঢাকা থেকে বরিশালে যেতে হয় জয়াদের। জয়া একটি কলেজে পড়াশোনা করছে, সেই কলেজে সাগর নামের ছেলের রাজনৈতিক ভাষণ, দেশপ্রেম দেখে ভাল লেগে যায়। তাদের মধ্যে কথা হয় এবং ভাল লাগা শুরু হয়। এক সময় দুজনের মাঝে ভালবাসার রেখাপাত দেখা যায় কিন্তু ধর্ম তাদের মাঝে প্রশ্ন হয়ে দাঁড়ায়। এদিকে যতই দিন যাচ্ছে ততই খারাপ হতে থাকে দেশের অবস্থা। জয়ারা হিন্দু বলে তাদের ওপর অত্যাচার বেশি হবে, সেই ভয়ে তারা ঘর থেকে কেউ বের হয় না। এই দিকে সাগরও জয়াদের কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে চলে যায়। এই দিকে মেহের আলী জয়াদের সাথে ভাল ব্যবহার করে আবার পাকবাহিনীর হাতে তুলে দেয় জয়ার ভাই আর বাবাকে। মেহের আলী পাকবাহিনীর ভয় দেখাতে থাকে জয়ার মা ও জয়াকে। সেই ভয়ে জয়ার মা জয়াকে মেহের আলীর সাথে পাঠায় যেন ভালো ও নিরাপদে থাকে। কিন্তু এক সময় জানতে পারে মেহের আলী মেয়েদেরকে ধরে পাকবাহিনীদের হাতে তুলে দেয় আবার সে নিজেও অত্যাচার করতে থাকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন