মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

টোটালগ্যাস-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো টোটালগ্যাস বন্ধু ২০১৬

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশ্ববিখ্যাত ফ্রান্সের টোটালগ্যাস বাংলাদেশের উদ্যোগে গত ২৪ মার্চ ঢাকার ব্র্যাক সিডিএম-এ জঁমকালো আয়োজন ও আকর্ষণীয় সব পুরস্কার হস্তান্তরের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেলো টোটালগ্যাস বন্ধু ২০১৬ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে টোটালগ্যাস বন্ধু-২০১৬-এর বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৭৯ জন পরিবেশককে পুরস্কার হিসেবে মিনিট্রাক, পবিত্র হজ, ওমরা হজ পালনসহ সিঙ্গাপুর-মালয়েশিয়া ভ্রমণের ঘোষণা দেয়া হয়। এছাড়াও পরিবেশকদের মাঝে মেগা র‌্যাফেল ড্র-এর মাধ্যমে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে টোটালগ্যাস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বলেন, বাংলাদেশের আগামী ৫০ বছরের ক্রমবর্ধমান এলপি গ্যাসের চাহিদার সাথে তাল মিলিয়ে টোটালগ্যাস বাংলাদেশে স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে। এই আনন্দঘন অনুষ্ঠানে টোটালগ্যাস বাংলাদেশের জেনারেল ম্যানেজার মুজিবুর রহমান টোটালগ্যাসের পরিবেশকদের সাথে ধারাবাহিকভাবে গত ১৫ বছর যাবৎ বিক্রয় প্রতিযোগিতার মাধ্যমে যে বিশ্বস্ততার বন্ধনে আবদ্ধ হয়েছে তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উলেখ্য, ফ্রান্সের “টোটাল ব্র্যান্ড” পৃথিবীর ৪র্থ বৃহৎ এনার্জি ব্র্যান্ড হিসেবে ১৩০টিরও বেশি দেশে সাফল্যের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন