বিনোদন ডেস্ক: শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসির পঞ্চম একক অ্যালবাম আসছে পহেলা বৈশাখে। কিছুটা ভিন্নভাবে সাজানো হয়েছে নতুন এককটি। গানের কথা নির্বাচন থেকে শুরু করে সুর ও সংগীতে থাকছে ভিন্নতা- জানালেন ন্যান্সি। তিনি বলেন, একেবারে শুরু থেকেই অ্যালবামটির সঙ্গে নিজেকে জরিয়ে রেখেছি। গানের কথা লেখার সূচনা থেকেই আছি। নিজের ভালোলাগা-মন্দলাগা ভাগাভাগি করেছি। এর আগে এমনভাবে গান করা হয়নি। ভালো কিছু করার চেষ্টায় এমনটা করা। শ্রোতারা আমাকেই পাবেন তবে একটু অন্যভাবে। কারা গান লিখছে, সুর ও সংগীত করছে, অ্যালবামের নাম, প্রযোজনা প্রতিষ্ঠান বিষয়টা একটু চমক হিসেবে রাখতে চান তিনি। তবে নিশ্চিত করলেন, আসছে বাংলা নববর্ষেই প্রকাশ হবে একক অ্যালবামটি। এদিকে হিমেল আশরাফ পরিচালিত মুক্তি প্রতিক্ষীত সুলতানা বিবিয়ানা সিনেমায় হাবিব ওয়াহিদের সঙ্গে দ্বৈত গান তুমি আমার নিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন ন্যানসি। পাশাপাশি নিয়মিত স্টেজ শো করছেন। ২০১৬ সালের জিপি মিউজিক ডিভা অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন