শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

‘সমুদ্র অভিযান’-এ দর্শনার্থীদের ভিড়

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে চট্টগ্রাম নৌঅঞ্চলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে অত্র অঞ্চলের মসজিদসমূহে বাদ ফজর স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম আবু আশরাফ, বিএসপি, এনসিসি, পিএসসি দিবসটি উপলক্ষে চট্টগ্রাম নৌঅঞ্চলের সকল স্তরের নৌ-সদস্য ও তাদের পরিবারের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এছাড়া সকল জাহাজ ও ঘাঁটিসমূহের সর্বস্তরের সামরিক/বেসামরিক সদস্যদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধবিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিএন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম ও কাপ্তাই এবং নেভী এ্যাংকরেজ ও শিশু নিকেতন চট্টগ্রাম স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা, কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বানৌজা সমুদ্র অভিযান-নেভাল জেটি, চট্টগ্রামে বেলা ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ উল্লেখযোগ্যসংখ্যক দর্শনার্থী নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন