শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চলচ্চিত্রে দুই যুগপূর্তি উপলক্ষে মৌসুমীর আয়োজন

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত ২৫ মার্চ চলচ্চিত্রে দুই যুগ পূর্ণ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ১৯৯৩ সালের ২৫ মার্চ সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়োমত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মুক্তির মধ্যদিয়ে চলচ্চিত্রে মৌসুমীর শুভযাত্রা শুরু হয়। সেই থেকে এখন পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করছেন। দুই যুগপূর্তি উপলক্ষে মৌসুমী এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। তার আমন্ত্রণে গত ২৬ মার্চ উত্তরাস্থ মৌসুমীর বাসায় উপস্থিত হয়েছিলেন চলচ্চিত্রের তারকারা। চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, মৌসুমীর আবিষ্কারক সোহানুর রহমান সোহান, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়ক বাপ্পারাজ, নাইম-শাবনাজ, প্রাণ আরএফএল’র ব্যবস্থাপনা পরিচালক আর এন পল ও তার স্ত্রী, প্রয়াত নায়ক মান্নার সহধর্মিনী শেলী মান্না, চিত্রনায়িকা অরুনা বিশ্বাস, চিত্রনায়ক অমিত হাসান-তার সহধর্মিনী লাবনী, চিত্রনায়ক আমিন খান-তার স্ত্রী স্নিগ্ধা, চিত্রনায়ক ফেরদৌস, সম্রাট, অভিনেতা ডিএ তায়েব’সহ আরো অনেকে। অনুষ্ঠানে আগত অতিথিরা মৌসুমীর চলচ্চিত্রে দুই যুগের সাফল্যকে স্বাগত জানিয়ে স্মৃতিচারণ করেন। গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আমাদের মনে, আমাদের প্রাণে, সবার কাছে, তুমি চিরদিনের মৌসুমী’। অনুষ্ঠানে গানেরও আয়োজন ছিল। মৌসুমী তার নির্দেশিত প্রথম চলচ্চিত্র ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’র গাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং ইমন সাহা’র সুর করা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ গানটি গেয়ে শোনান। তার সঙ্গে কণ্ঠ মিলান মৌসুমীর স্বামী ওমর সানি। তাদের গানে মুগ্ধ হন অতিথিরা। এরপর মৌসুমী-অমিত হাসান, অরুনা বিশ্বাস, আমিন খান, স্নিগ্ধাও সঙ্গীত পরিবেশন করেন। কয়েকটি গানে তবলা বাজান চিত্রনায়ক নাইম। মৌসুমী বলেন, ‘খুব অল্পসময়ে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করে সবার কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে আমি আনন্দিত, মুগ্ধ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, তিনি আমাকে এমন সুন্দর জীবন দিয়েছেন। আমি কৃতজ্ঞ আমার এই পথচলায় যে যেখানে সহযোগিতার হাত নিয়ে পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি। সবসময়ই আমি আমার পাশে পেয়েছি আমার চলচ্চিত্র পরিবার, আমার পরিবার, আমার স্বামী ওমর সানী এবং মিডিয়া পরিবার।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন