শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ বাংলাভিশনের জন্মদিন

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ‘দৃষ্টিজুড়ে দেশ’-এই শ্লোগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক স¤প্রচার শুরু হয় বাংলাভিশনের। আজ ৩১ মার্চ ১১ বছর শেষে ১২ বছরে পদার্পণ করছে চ্যানেলটি। শুরু থেকেই বাংলাভিশনের উদ্দেশ ছিল বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশি সংস্কৃতি সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরা। প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাভিশন উদযাপন করবে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার মধ্যদিয়ে। ৩১ মার্চ রাত ১২টা ১ মিনিটে বিশিষ্ট জনদের উপস্থিতিতে স্টুডিওতে সরাসরি কেক কাটার অনুষ্ঠান। ৩১ মার্চ সকাল ৯টা থেকে বাংলাভিশনের নিজস্ব কার্যালয়ের স্টুডিওতে অনুষ্ঠিত সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘দ্বাদশ বর্ষে পদার্পণ’-এর পাশাপাশি সারাদিন প্রচার হবে শুভেচ্ছা বিনিময় এবং বাংলাভিশনের ১১ বছরের পথচলা, অর্জনসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান ‘ফিরে দেখার ১১’। সকাল ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ‘দিন প্রতিদিন’। এই অনুষ্ঠানে অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ টকশো ‘আনন্দ বেদনার কাব্য-২০১৭’। শফিকুর রহমান শান্তনু-এর রচনা ও সৈয়দ শাকিল-এর পরিচালনায় বিশেষ নাটক ‘দূরের পথিক’ প্রচার হবে রাত ৯টা ০৫ মিনিটে। অভিনয়ে অপূর্ব, জাকিয়া বারী মম প্রমুখ। সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘গানে উৎসবে বর্ষপূর্তি-২০১৭’ প্রচার হবে রাত ১১টা ২৫ মিনিটে। রাত ২টায় প্রচার হবে বাংলাভিশনের ১১ বছরের পথচলা, অর্জনসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান ‘ফিরে দেখার ১১’। ফোক সম্রাজ্ঞী মমতাজের পালাগান ‘পূরণ হলো না মনের বাসনা’ প্রচার হবে ১ এপ্রিল বিকেল ৪টা ৫ মিনিটে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন