বিনোদন ডেস্ক: দেরিতে হলেও চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহী হয়ে উঠেছেন মডেল অভিনেত্রী বাঁধন। ভাল গল্প ও চরিত্র পেলে তিনি চলচ্চিত্রে অভিনয় করতে মুখিয়ে আছেন। বাঁধন বলেন, অভিনয়কে পেশা হিসেবে নিয়েছি। এখন অনেকেই চলচ্চিত্রে কাজ করছেন। আমারও ইচ্ছে বড় পর্দায় কাজ করার। তবে সেক্ষেত্রে নিজের পছন্দ মতো চরিত্র পেতে হবে। যদি মনের মতো গল্প ও চরিত্র পাই তাহলে চলচ্চিত্রে কাজ করবো। এদিকে বাঁধন এখন নিয়মিত নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। বর্তমানে ৯টি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অবাক দিনরাত্রি, মেঘের পরে মেঘ জমেছে, ঝামেলা আনলিমিটেড, ল্যা¤পপোস্ট, সোনার শেকল, টাউট প্লাস, পোস্টমর্টেম, গৃহপালিত এলিয়েন ইত্যাদি ধারাবাহিকগুলো বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। এরই মাঝে তিনি চলচ্চিত্রে অভিনয় করতে চান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন