এরই মধ্যে জ্যাকি চ্যান অভিনীত ‘কুং ফু ইয়োগা’ ফিল্মটি দিয়ে চলচ্চিত্রের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়ে গেছে বলিউডের অভিনেত্রী দিশা পাটানির, তবে তিনি এই ক্যারিয়ারকে স্থায়ী করতে আগ্রহী নন বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন আসলে তার পরের পদক্ষেপ নিয়ে তিনি ভাবেননি, সামনে যা আসে তাই তিনি লুফে নেবেন।
আন্তর্জাতিক চলচ্চিত্রে ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, “আমি কখনও এমন কিছু পরিকল্পনা করিনি। ‘কুং ফু ইয়োগা’ নিয়েও আগে কোনও পরিকল্পনা করিনি। দেখা যাক সামনে কী হয়।”
বলিউডের ‘এম. এস. ধোনি : দি আনটোল্ড স্টোরি’ চলচ্চিত্রে দিশা পাটানিকে দেখা গেছে। অভিনেত্রীটি জানিয়েছেন যে কাজ করে তিনি আনন্দ পাবেন সেটিতে কাজ করাকেও তিনি অগ্রাধিকার দেবেন।
বলিউডে প্রথম চলচ্চিত্র মুক্তি পাবার আগেই টাইগার শ্রফের সঙ্গে রোমান্সের গুজব নিয়ে তিনি সংবাদ মাধ্যমে প্রচার পেয়েছেন।
তিনি জানিয়েছেন সোশাল মিডিয়াতে হেয় করা চল বা ট্রল নিয়ে তিনি মাথা ঘামান না। “এতে কিছু এসে যায় না। এটি আমার কাজের সঙ্গে সংশ্লিষ্ট নয় তাই আমি এসব নিয়ে ভাবি না,” দিশা বলেন।
দিশা এখনও তার আগামী চলচ্চিত্রের জন্য সায় দেননি। তবে কানাঘুষা চলছে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ চলচ্চিত্রে তিনি সারা আলি খানের স্থলাভিষিক্ত হয়েছেন তবে তিনি তা অস্বীকার করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন