বিনোদন ডেস্ক : কথা দাও তুমি থাকবে পাশে গানটি গত বছরের রোজার ঈদে প্রকাশিত হয়েছিল কণার একক অ্যালবাম ‘রিদমিক কণা’তে। গানটিতে কণার সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন এর সংগীত পরিচালক ইমরানও। সেই গানটির তৈরি হলো ব্যয়বহুল ভিডিও। এতে মডেল হয়ে কাজ করেছেন টিভি অভিনেত্রী মেহজাবিন। তার সঙ্গে অভিনয়ে আছেন মডেল সাজ্জাদ। জনি হকের লেখা এ গানটির ভিডিও নির্মাণ করেছেন নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। নাটকের বাইরে এটি তার প্রথম মিউজিক ভিডিও নির্মাণ। মেহজাবিন বলেন, কয়েকদিন আগে গানটির কাজ করলাম। সুন্দর একটি গল্প দেখা যাবে এতে। কাজটি করে ভালো লেগেছে। বান্নাহ বলেন, গানটি আমার পছন্দ হয়েছে, তাই কাজটি করলাম। আমি আর মেহজাবিন একসঙ্গে অনেক নাটকই করেছি তবে এবার মিউজিক ভিডিওতে আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে। গানটির প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, আসছে বৈশাখ উপলক্ষে এটি শিগগিরই ইউটিউবে মুক্তি পাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন