বিনোদন ডেস্ক: সিনেমায় ব্যস্ত হয়ে পড়ায় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ছোট পর্দায় খুব কম অভিনয় করেন। কেবল বিশেষ দিনের নাটক-টেলিফিল্ম হলে অভিনয় করেন। আগামী রোজার ঈদের নাটক ও টেলিফিল্ম নির্মাণের ধুম এখন চলছে। নির্মাতা ও টেলিভিশনের শিল্পীদেরও ব্যস্ত সময় কাটছে। তবে এবারের বিশেষ দিনের নাটকে মিমকে দেখা না-ও দেখা যেতে পারে বলে জানান তিনি। এর কারণ সিনেমার শূটিংয়ের ব্যস্ততা। মিম এখন দুটি সিনেমার শূটিং নিয়ে ব্যস্ত। একটি সৈকত নাসিরের পাষাণ। আরেকটি মনতাজুর রহমান আকবরের দুলাভাই জিন্দাবাদ। এদিকে মিম একটি যৌথ প্রযোজনার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ‘মন কী যে বলে শোন না’ নামের এ সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার পীযূষ সাহা। শূটিং শুরু হবে মে মাসে। এজন্য কলকাতা যাবেন তিনি। সিনেমার এই ব্যস্ততার কারণে তার এবার ঈদের নাটকে দেখা যাবে না। মিম বলেন, চ্যানেল আইয়ের একটি নাটকে কাজ করার কথা ছিল। কিন্তু বিভিন্ন সিনেমার শূটিংয়ের কারণে সময় দিতে পারিনি। অন্য নাটকেও সময় দেয়া সম্ভব হবে না। ফলে হয়তো এবার নাটক করা হবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন