আশিক বন্ধু: আসিফ আকবরের আগুন গানের মিউজিক ভিডিও পরিচালনা করে ব্যাপক আলোচনায় আসেন চিত্রপরিচালক সৈকত নাসির। এবার আরেকটি চমক আসছে তার পরিচালনায়। সঙ্গীতশিল্পী মিনারের কণ্ঠে পাগল গানটির মিউজিক ভিডিও নিয়ে আসছেন তিনি। অ্যাডবক্সের ব্যানারে গানের ভিডিওটির আয়োজন করা হয়েছে। নেপালের মনোরম লোকেশনে শূটিং শেষ হয়েছে। এডিটিংও শেষ। আসছে বৈশাখে মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে বলে জানা যায়। পাগল গানের ভিডিওতে মডেল হয়েছেন সুপ্ত ও মেীমিতা। মিউজিক ভিডিওটি পরিচালনা প্রসঙ্গে সৈকত নাসির বলেন, আমি ফিল্মের মানুষ। আসিফ আকবরের আগুন গানের মিউজিক ভিডিও করার পর আর করবোনা, এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। মিনারের পাগল গানটি শুনে খুব ভালো লাগলো। তাই ভালো কাজের দায়িত্ব থেকে এবার গানটির মিউজিক ভিডিওর কাজ করেছি। পাগল গানের ভিডিওর গল্প হৃদয় ছুঁয়ে যাবে। গানের কথা আর গল্প ভিডিওতে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, এবারও সাড়া পাবো। উল্লেখ্য, সৈকত নাসির এখন পাষান সিনেমার শূটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন