শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বর্ণাঢ্য আয়োজনে চলচ্চিত্র দিবস উদযাপিত

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে পালিত হয়েছে জাতীয় চলচ্চিত্র দিবস। গতকাল সকাল সাড়ে ১০টায় এফডিসিতে দিবসটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র দিবস আয়োজনের আহ্বায়ক নায়করাজ রাজ্জাক। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসির) আয়োজনে দিবসটি উদযাপিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। ওই দিনটিকে স্মরণ করে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। জাতীয় চলচ্চিত্র দিবস আয়োজনের মধ্যে চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে ছিল আলোচনা ও সেমিনার। এছাড়া শোভাযাত্রা, স্মরণিকা প্রকাশ, লাইভ টক শো, লাল গালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল। এফডিসির প্রশাসনিক ভবনের সামনে ছিল চলচ্চিত্রের স্থিরচিত্রের প্রদর্শনী। ৮নং ফ্লোরে সেমিনার ও টকশো। প্রতিবারের মতো এবারও ডিজিটাল কমপ্লেক্সের সামনে অনুষ্ঠানের মূল মঞ্চ তৈরি করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ছিল বর্ণিল লেজার শো। অনুষ্ঠানে পারফর্ম করেন মৌসুমী, ওমর সানী, জায়েদ খান, পরীমনি, মাহিসহ আরও অনেকে। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন এস আই টুটুল, ন্যান্সিসহ আরও অনেক শিল্পী। আতশবাজির মাধ্যেমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন