প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা আজ প্রকাশ করা হবে। উক্ত ফলাফল sms (nu<space>atmf<space>roll no টাইপ করে ১৬২২২ নাম্বারে send করতে হবে) এর মাধ্যমে একই দিন বিকাল ৪টা থেকে এবং ওয়েবসাইটে (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে। এ ছাড়াও বিস্তারিত তথ্য উল্লিখিত ওয়েব সাইটে দেয়া আছে।
মন্তব্য করুন