স্টাফ রিপোর্টার : রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বহুতল ভবনে গতকাল শুক্রবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস আগুন নির্বাপন করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, গতকাল সকাল ৭টায় নিউ এলিফেন্ট রোডের ৮৭ নং হোল্ডিংস্থ ছয়তলা বিশিষ্ট সানরাইজ ভবনের তৃতীয় তলার একটি কম্পিউটার যন্ত্রাংশের দোকান থেকে হঠাৎ আগুন লাগে। অল্প সময়ের মধ্যই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরসহ লালবাগ, পলাশি, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্টেশন থেকে মোট ১২টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে। দীর্ঘ চেষ্টার পর বেলা পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু এর আগে আশপাশের আরো কয়েকটি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক ত্রæটির কারণে লাগা এ আগুনে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল ছুটির দিন ব্যবসাপ্রতিষ্টান বন্ধ থাকলেও আগুনের খবরে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন