বিনোদন ডেস্ক : সম্প্রতি শেষ হলো লাইভ টেকনোলজিসের ব্যানারে বেলাল খানের সংগীতায়োজনে সঙ্গীতশিল্পী সালমার ‘পিরিতির কাঙ্গাল’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও। অনন্য মামুন-এর পরিচালনায় গানটিতে মডেল হিসাবে অংশগ্রহণ করেছে চিত্রনায়িকা মারজান জেনিফা ও সাঞ্জুজন। পরিচালক অনন্য মামুন জানান, গানটি সিলেট ও শ্রীমঙ্গলে চিত্রধারণ করা হয়। চিত্র ধারণের ৩ দিন পূর্বে থেকেই গানের মডেলদের খাবার-দাবারে বিধি-নিষেধ আরোপ হয়। পরিচালক জানান, গানটির চিত্রায়ন বাস্তবসম্মত করার জন্যই এই বিধি-নিষেধ দেয়া হয়েছিল। জন ও মারজান তা করতে সম্পূর্ণ সক্ষম হয়েছে। আপনারা যখন গানটি স্ক্রিনে দেখবেন তখন তা বুঝতে পারবেন। আমি আশা করি গানটি আপনাদের পূর্ণাঙ্গ বিনোদন দিতে সক্ষম হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন