বিনোদন ডেস্ক : দেশীয় চলচ্চিত্রের দুর্দিন চলছে। প্রেক্ষাগৃহ বন্ধের পাশাপাশি দর্শক উপস্থিতিও কমছে। বিষয়টি নিয়ে বেশ চিন্তিত নায়করাজ রাজ্জাক। তিনি বলেন, চলচ্চিত্র আন্দোলনের কর্মী এবং নির্মাতারা দু’টো ধারা তৈরি করেছেন। তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। যদি এমনভাবে চলতে থাকে তাহলে একদিন দেখা যাবে যে চলচ্চিত্রই ধ্বংস হয়ে গেছে। এখন সকল চলচ্চিত্রকর্মীদের মধ্যে চাই একতা। নির্মাতাদের উদ্দেশে তিনি বলেন, শুধু সিনেপ্লেক্সের জন্য চলচ্চিত্র না বানিয়ে আপনারা বলাকা, মধুমিতা আর পুরনো প্রেক্ষাগৃহের জন্য সিনেমা তৈরি করুন। তরুণ নির্মাতাদের চিন্তাধারা ভীষণ ভালো। তারা প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম। রাজধানীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে গত শনিবার ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র কেন্দ্র চাই’ সভায় এসব কথা বলেন রাজ্জাক। রাজ্জাকের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন