বিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী তৌসিফের প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয় ২০০৭ সালে। তখন অ্যালবামের ‘বৃষ্টি ঝরে যায়’ গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। এরপর থেকে একক অ্যালবাম প্রকাশ করে আসলেও দীর্ঘ পাঁচ বছরে দেখা যায়নি তার কোনো মিউজিক ভিডিও। ‘এই বুকেতে’ নামে তার সবশেষ মিউজিক ভিডিও প্রকাশিত হয় সিডি চয়েসের ব্যানারে। দীর্ঘ বিরতির পর মাই সাউন্ডের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে তৌসিফের নতুন মিউজিক ভিডিও ‘সারাটি জনম’। এইচ এম রিপনের কথায় গানটির সুর সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সামছুল হুদা। চিত্রগ্রহণ করেছেন মাহমুদুল হক সাইদ ও কোরিওগ্রাফি করেছেন হাবিব। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০১৪’-র মডেল রাকা বিশ্বাস ও সাব্বির খান। তৌসিফ বলেন, দীর্ঘ পাঁচ বছরে আমার কোনো অফিসিয়াল ভিডিও দেখা যায়নি। নতুন এই ভিডিওটি নিয়ে আমি আশাবাদী। মিউজিক ভিডিওটি পহেলা বৈশাখে মাই সাউন্ডের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন