শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

১. জগগু কি লালটেঁ। ২. মোদিজি কি বেটি। ৩. কাহানি রাবার ব্যান্ড কি।
৪. ডক্টর জি। ৫. কোড নেইম তিরঙ্গা


জগগু কি লালটেঁ
বিপিন কাপুর পরিচালিত সোশাল ড্রামা। পুরনো ও বাতিল মালের ব্যবসায়ী হরিলাল (নীরাজ গুপ্ত) একবার জগমোহন ওরফে জগগুর (রঘুবীর যাদব) চায়ের দোকানে চা খেতে এলে দোকানে ঝোলান একটি ভাঙাচোরা একটি হেরিকেন (লালটেঁ) দেখতে পায়। কৌতূহলী হয়ে সেটি কোথা থেকে এলো জানতে চাইলে জানা যায় সেটি ছিল জগগুর বড়দাদার তার থেকে তার তার দাদা, তার থেকে তার বাবা এবং শেষ এখন তার কাছে। খুব ভাগ্যবান না হলেও জগগু সেটিকে তার ভাগ্য হিসেবে গণ্য করে। হরিলাল সেটির অ্যান্টিক মূল্য উপলব্ধি করে হস্তগত করতে চায়। কিছু দামাদামির পর ২৫,০০০ রুপি প্রস্তাব করে সে। কিন্তু পারিবারিক চিহ্ন বলে জগগু রাজি হয় না। এদিকে সংসারে চলছে অভাব। তা স্ত্রীও চাপ দেয় যাতে সেটি বিক্রি করে দেয়। জগগু রাজি হয় না। অন্যদিকে হরিলাল হেরিকেনের মূল্য বুঝতে পারে, এবং ধাপে ধাপে সে সেটির দাম সাড়ে সাত লাখ রুপি দেবে বলে প্রস্তাব দেয়। এরকম অবস্থায় জগগু কি তার পারিবারিক ঐতিহ্যকে হাত ছাড়া করবে?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন