১. কেজিএফ: চ্যাপ্টার টু
২. গনি
৩. অ্যাটাক- পার্ট ১
৪. আরআরআর
৫. বচ্চন পাণ্ডে
গনি
কিরণ কোরাপাটি পরিচালিত তেলুগু ভাষার স্পোর্টস ড্রামা। অন্ধ্র প্রদেশের এক সময়ের নিবেদিতপ্রাণ মুষ্টিযোদ্ধা বিক্রমাদিত্য (উপেন্দ্র) তার দক্ষতা দেখিয়ে রাজ্য পর্যায় পর্যন্ত প্রতিযোগিতা করেছে। কিন্তু জাতীয় পর্যায়ে তাকে শোচনীয় পরাজয় মেনে নিতে হয়। সেই দুঃসহ স্মৃতি তাকে অনেক বছর বয়ে চলতে হয়। ১৫ বছর ধরে তার মত ভুগেছে তার স্ত্রী (নাদিয়া) এবং ছেলে গনি (বরুণ তেজ কোনিডেলা)। বিক্রমাদিত্য কখনও চায়নি যে খেলা থেকে তার পরিবারকে যন্ত্রণা পেতে হয়েছে তার ছেলে তাতে জড়াক। তবে গনি জানে না এই খেলা ছাড়া তার অস্তিত্ব কোথায়। ছোট থেকেই সে বক্সিং করে চলেছে। তারুণ্যে সে পেশাদার বক্সিংয়ে যুক্ত হবার জন্য যা করার বা না করার তাই করে চলে। অবৈধ বক্সিং ম্যাচেও অংশ নেয় সে। একসময় তার সুযোগ এসে যায় পেশাদার বক্সিংয়ে অংশ নেবার। বাবার অপূর্ণ স্বপ্ন সে পূরণ করতে পারবে? পারবে পরিবারের মুখ উজ্জ্বল করতে?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন