১. নিকম্মা। ২. ইট্টু সি বাত। ৩. ডিয়ার দিয়া। ৪. অন্য।
৫. ঘোড়ে কো জালেবি খানে কো লে যা রিয়া হুঁ।
নিকম্মা
ভাবীর সঙ্গে দেবরের আদর-শাসনের সম্পর্ক নিয়ে অ্যাকশন-কমেডি ফিল্ম পরিচালনা করেছেন সাব্বির খান। আদিত্য (অভিমন্যু দাসানি)এক বেকার তরুণ, তবে তার রয়েছে মনে রাখার এক শক্তিশালী ক্ষমতা। তার বড়ভাই রমণ (সমীর সোনি) তাকে খুব স্নেহ করে। রমণ অবনীকে (শিল্পা শেট্টি) বিয়ে করার পর আদিত্য’র মনে ধারণা জন্মে তাকে হেলা করা হচ্ছে, যদিও এটি তার ভুল ধারণা। সে ভাইয়ের বাড়ি ছেড়ে চাচার (সচীন খেদেকার) সঙ্গে থাকতে শুরু করে। এক বছর পর ফিরে জানতে পারে ভাই ট্রান্সফার হয়ে বেঙ্গালুরু আর ভাবী যাচ্ছে ধামলিতে। রমণ আদিত্যকে ভাবীর সঙ্গে থাকর জন্য অনুরোধ করে। ভাবীর বাড়িতে গৃহস্থালির কাজ করতে করতে বিরক্ত হয়ে সে পালিয়ে যায়। সেই সময় নাতাশার (শার্লি সেটিয়া) সঙ্গে তার দেখা হয়। নাতাশা বিয়ে সারতে বললেও আদিত্য এড়িয়ে যায়। স্মৃতি থেকে জানতে পারে নাতাশার সঙ্গে অবনীর বোনের সম্পর্ক। নাতাশা হস্টেল থেকে অবনীর সঙ্গে থাকতে আসে। আদিত্য’র সঙ্গে প্রেমের কথা জানতে পেরে অবনী তাকে তার বাবার কাছি পাঠিয়ে দেয়। রেগে যায় এতে আদিত্য। এছাড়া অবনী এবং স্থানীয় এক নেতা বিক্রমজিত বিষ্টের (অভিমন্যু সিং) সঙ্গে তার বিরোধ সৃষ্ট হয়। আদিত্য তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন