১. অ্যাটাক- পার্ট ১
২. আরআরআর
৩. বচ্চন পাণ্ডে
৪. দ্য কাশ্মির ফাইল্্স
৫. ঝুন্ড
অ্যাটাক- পার্ট ১
লক্ষ্য রাজ আনন্দ পরিচালিত সাইফাই অ্যাকশন ফিল্ম।
২০১০ সাল। সেনা অফিসার অর্জুন শেরগিল (জন এব্রাহাম) এবং তার দল একটি জঙ্গি শিবিরে হামলা চালিয়ে জঙ্গি প্রধান আর তার ছেলেকে শনাক্ত করে। প্রধানের ছেলের শরীরে বাঁধা সুইসাইড বোমা নিষ্ক্রিয় করে অর্জুন। তারপরের ঘটনা বর্তমান সময়ে। অর্জুনের সঙ্গে বিমানবালা আয়েশার (জ্যাকলিন ফার্নান্দেজ) পরিচয় হয় এবং অন্তরঙ্গতা হয়। একদিন অর্জুন আয়েশাকে বিমানবন্দর থেকে আনতে যায়। সেখানে জঙ্গি হামলা হয় আর আয়েশা মারা যায়, আর অর্জুন আহত হয়ে প্যারালাইজড হয়ে যায়। এদিকে জঙ্গি প্রধানের ছেলে (এলহাম ইহসাস) এখন পূর্ণবয়স্ক। ভারতের ভেতরে জঙ্গি হামলা চালাবার মিশন তার। জঙ্গি তৎপরতা বেড়ে যাবার পর উচ্চপদস্থ কর্মকর্তা সুব্রামানিয়াম (প্রকাশ ঝা) একজন সুপার সোলজার তৈরি প্রস্তাবনা করে। প্রধানমন্ত্রী তাতে সমর্থন জানায়। এই প্রকল্পের প্র থান সাবা কুরেশি (রাকুল প্রীত সিং) জানায় শুধু একজন পঙ্গু পক্ষাঘাতগ্রস্ত সৈনিকই সুপার সোলজার হতে পারবে। এই গবেষণা ব্যর্থ হতে পারে জেনেও অর্জুন রাজি হয়ে যায়। গবেষণা সফল হয় আর অর্জুন পরিণত হয় ভারতের প্রথম সুপার সোলজারে। ক্রমে সে তার সব ক্ষমতা বুঝতে শুরু করে। এক মানুষের বাহিনীতে পরিণত হয় সে। এদিকে নতুন জঙ্গি প্রধান ভারতের সংসদকে জিম্মি করে যেখানে প্রধানমন্ত্রী এবং সাবাসহ শ’ খানেক পণবন্দি রয়েছে। অর্জুনকে পাঠান হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন