সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ১২:০২ এএম

১. রকেটরি : দ্য নাম্বি ইফেক্ট। ২. টিটু আম্বানি। ৩. রাষ্ট্র কবচ : ্ওম।
৪. যুগযুগ জিও। ৫. শেরদিল : দ্য পিলিভিত সাগা


রকেটরি : দ্য নাম্বি ইফেক্ট
ভারতের স্বনামধন্য রকেট বিজ্ঞানী নাম্বি নারায়ণের জীবনী চলচ্চিত্র। পরিচালক হিসেবে অভিনেতা আর মাধবনের অভিষেক ফিল্ম। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো’র শীর্ষ বিজ্ঞানী নাম্বি নারায়ণের জীবন বাস্তবিকই বর্ণাঢ্য আর চড়াই উৎরাইয়ে ভরা। তবে ২০১৪তে বলিউড তারকা শাহরুখ খান এই বিজ্ঞানীর সাক্ষাতকার নেবার উদ্যোগ নেন স্টুডিওর কুশলীরা এই ভেবে বিরক্ত হয় যে একজন দেশদ্রোহী বুড়োর একঘেয়ে সাক্ষাতকারের জন্য তাদের রাত জাগতে হবে (পাকিস্তানের কাছে স্পর্শকাতর তথ্য পাচারের অপবাদও শুনতে হয়েছিল নাম্বিকে)। কিন্তু কী আর করা। দায়িত্ব পালন তো করতেই হবে। একসময় নাম্বি নারায়ণ (আর মাধবন) তার জীবনের অবিশ্বাস্য গল্প বলতে শুরু করলে স্টুডিওতে উপস্থিত কয়েকজন মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে তার কথা শুনতে থাকে এবং এক ইতিহাসের অংশে পরিণত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন