১. ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান- শিবা মুভি
২. কাটপুতলি
৩. ধাবাক
৪. হোলি কাউ
৫. দোবারা
ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান- শিবা মুভি
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং ‘ওয়েক আপ সিড’খ্যাত অয়ন মুখার্জী পরিচালিত ফ্যান্টাসি অ্যাকশন –অ্যাডভেঞ্চার ফিল্ম। অনাথ অবস্থা থেকে ডিজে হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে শিবা (রণবীর কাপুর)। নিজের মত করে স্বাধীন জীবন যাপন করে সে আর তার রয়েছে আগুনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ইশার সঙ্গে তার সাক্ষাত হয়, তারা পরস্পরের প্রেমে পড়ে। সব ঠিকই চলছিল কিন্তু শিবা একসময় দিব্যদৃষ্টিতে কিছু দেখতে পায়। সে অশুভ শক্তির ধারক জুনুনকে (মৌনী রায়) দেখতে পায় মোহন ভার্গব (শাহরুখ খান) নামে এক বিজ্ঞানীকে হত্যা করতে এবং তার কাছ থেকে একটি প্রাচীন বস্তু কেড়ে নিতে। মৃত্যুর আগে মোহন প্রকাশ করে সেই বস্তুর বাকি অংশ আছে আনিশ শেট্টি (নাগার্জুনা আক্কিকেনি) নামে বেনারসবাসি এক শিল্পীর কাছে। শিবা বুঝতে পারে জুনুন আনিশকে হত্যা করে সেই বস্তুটি হাতিয়ে নেবে। সে বেনারস যায় আনিশকে সতর্ক করার জন্য; শিবা জানতে পারে সেই বস্তুগুলো ব্রহ্মাস্ত্র নামে এক অস্ত্রের ভগ্নাংশ। আনিশ শিবাকে তার অংশটি দিয়ে গুরুর (অমিতাভ বচ্চন) কাছে আশ্রমে পৌঁছে দিতে অনুরোধ করে। পথে জুনুনের সহযোগীরা তাকে আক্রমণ করে, শিবা তার ক্ষমতা দিয়ে তাদের ধ্বংস করে দেয়। চলতে থাকে শুভ আর অশুভ’র মাঝে যুদ্ধ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন