শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বৈশাখে অ্যাডবক্সের ব্যানারে ৭ তারকার ১৭ গান

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলা নববর্ষকে গানে গানে মাতিয়ে তুলতে ইন্টারনেটনির্ভর গানের অ্যাপ ‘গানবক্স’-এ প্রকাশ পেয়েছে জনপ্রিয় সাত তারকার মোট ১৭টি নতুন গান। শিল্পীরা হলেন মিনার, ন্যানসি, শফিক তুহিন, এফ এ সুমন, কিশোর, ঐশী এবং শাহরিদ বেলাল। এরমধ্যে রয়েছে মিনারের তিন গানের ইপি অ্যালবাম। যার সবগুলো গানের সুর-সংগীত করেছেন শিল্পী নিজেই। আর দুটি গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ একটি মিনার। এরমধ্যে ‘পাগল’ গানটির ব্যয়বহুল মিউজিক ভিডিও প্রকাশ পাচ্ছে বৈশাখ উৎসবে গানবক্সের ইউটিউব চ্যানেলে। একই ব্যানারে প্রকাশ পাচ্ছে ন্যানসির নতুন ইপি অ্যালবাম। স্নেহাশীষ ঘোষের লেখায় গানগুলোর সুর-সংগীত করেছেন রেজওয়ান শেখ। আরও প্রকাশ পেয়েছে শফিক তুহিনের কথা-সুরে দুটি বিশেষ গান। যার একটিতে কণ্ঠ দিয়েছেন এফ এ সুমন। শিরোনাম ‘প্রাণের মানুষ’। অন্য গানটিতে শফিক তুহিন নিজেই কণ্ঠ দিয়েছেন। এটির শিরোনাম ‘পোষ মানানো’। ক্লোজআপ ওয়ান তারকা কিশোর বৈশাখের বিশেষ গান হিসেবে নিজের কথা-সুরে কণ্ঠ দিয়েছেন ‘বকবকানি’ শিরোনামের একটি রোমান্টিক গানে। ফোক-ফিউশান ঘরানার পপ কণ্ঠশিল্পী ঐশীর তিন গানের ইপি অ্যালবাম প্রকাশিত হচ্ছে। অ্যালবামটির জন্য গান লিখেছেন রবিউল ইসলাম জীবন ও মাহমুদ মানজুর। গানগুলোর সুর-সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত। গানগুলোর শিরোনাম এমন- মিশে গেছো, মায়া নাই এবং স্বপ্ন ভেবে। আরও প্রকাশ পেয়েছে শাহরিদ বেলালের পাঁচ গানের একক অ্যালবাম। যার সবগুলো গানের কথা-সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। একটি গানে বেলালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন টুম্পা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন