বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী ও সুরকার ফাহিম ফয়সালের নতুন গান ‘নিঝুম নীরবতা’। ফাহিম ফয়সালের সুরে গানটির বাণী সাজিয়েছেন জাহিদ সাঁই। সংগীতায়োজন করেছেন তানজীল হাসান। প্রকাশিতব্য নতুন এই গানটিতে কণ্ঠ দেয়ার পর এখন চলছে মিউজিক ভিডিও নির্মাণের কাজ। ফাহিম ফয়সাল জানান, ‘বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে উৎসবের আমেজকে মাথায় রেখে আমার নতুন এই সিঙ্গেল ট্র্যাকটি শ্রোতাদের জন্য নির্মাণ করেছি। গানটি প্রকাশ হচ্ছে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল ও মিউজিক ভিলেজ এর ইউটিউব চ্যানেলে। চেষ্টা করেছি গানটিতে শ্রুতিমধুর একটি সুর দেয়ার। গানটি মূলত ‘ইডিএম’ ধারার হলেও এর সংগীতায়োজন করা হয়েছে ‘ডাবস্টেপ’ ও ‘ইডিএম’ এর সংমিশ্রণে। আশাকরি গানের বাণী, সুর, সংগীত ও মিউজিক ভিডিওটি শ্রোতাদের নিকট ভালো লাগবে।’ বৈশাখ উপলক্ষে ‘নিঝুম নীরবতা’ গানটি নিয়মিত প্রচার হবে শীর্ষস্থানীয় সব এফ.এম রেডিওতে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন