বিনোদন ডেস্ক: বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘অন্য এক আমি’। তানিম পারভেজের গল্প এবং ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, তৌসিফ মাহবুব, মিলি বাশার, মাসুম বাশার প্রমুখ। নাটকটি প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। ২০১৭ সাল, বর্তমান সময়ের সাথেই তাল মিলিয়ে চলছে তৌসিফ। পরিবারসহ ঢাকা শহরে ভাড়া থাকে, পরিবারের বাবা-মা আর তৌসিফ। বাসা পরিবর্তন করে নতুন বাসায় উঠেছে। হঠাৎ একদিন রুমের দরজা খুলে অবাক হয়ে যায় তৌসিফ, রুমের মধ্যে বসে অন্য একটা মেয়ে। মেয়েটার নাম তিশা। মেয়েটা তৌসিফের পরিবারের না। তিশা তৌসিফ কেউ কাউকেই চেনেনা। তিশা পরে আছে ২০১২ সালে, এখন থেকে পাঁচ বছর পিছনে। তৌসিফ টাইম ট্রাবেলে এগিয়ে গেছে পাঁচ বছর। দুজন দুজনকে দেখে অবাক। এর মধ্যে তৌসিফের মা চলে আসাতে তিশা গায়েব হয়ে যায়। এই ঘটনার পর রাতে তৌসিফের ঘুম আসেনা, চিন্তা করে খুঁজে পায় না মেয়েটা কোথা থেকে এলো। এভাবে নাটকের গল্প এগিয়ে গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন