বিনোদন ডেস্ক: বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয়েছে সুফি-ফোক গায়িকা সায়েরা রেজা’র প্রথম বৈশাখী গান। ‘বাজারে একতারা’... টাইটেল এর এ গানটি লিখেছেন গীতিকবি অনুরুপ আইচ এবং সুর ও সঙ্গীত আয়োজন করেছেন জে কে মজলিশ। চমৎকার রিদমের এ গানটিতে ফুটে উঠেছে আবহমান বাংলার বৈশাখী উৎসব-এর আমেজ। ইতিমধ্যে গানটির একটি মিউজিক ভিডিও বানানো হয়েছে। বিশেষ করে চ্যানেল আই ‘স্বর্ণ কিশোরী’র সকল বিভাগীয় প্রধান এবং ‘সেরা নাচিয়ে’র উচ্ছল তারকাদের স্বপ্রতিভ অংশগ্রহণ ভিডিওটিতে যোগ করেছে ভিন্ন মাত্রা। ঐক্য ভিজ্যুয়াল অ্যান্ড রেকর্ডস-এর ব্যানারে মিউজিক ভিডিওটি নির্দেশনা দিয়েছেন নির্মাতা অপু মাহফুজ। দেশের প্রধান প্রধান মিডিয়া ছাড়াও গানটি পাওয়া যাবে সায়েরা’র ইউটিউব চ্যানেলে। ‘ধার ধারিনা’, ‘না না না তা হবে না’, ‘ওরে সোনা’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী সায়েরা রেজা’র এ পর্যন্ত ৩টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার চতুর্থ একক অ্যালবাম-এর কাজ শেষের দিকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন