শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ধারাবাহিক নাটক মহল্লাবিডি ডটকম

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: প্রতি রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘মহল্লাবিডি ডটকম’। আজাদ আবুল কালামের রচনা ও সৌম্য নজরুলের পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, চিত্রলেখা গুহ, লুৎফর রহমান জর্জ, শামীমা নাজনীন, নাঈম, অহনা, আরফান, শতাব্দী ওয়াদুদ, ডা. এজাজ, শাহেদ আলী সুজনসহ আরও অনেকে। আলেফ মিয়া আর ইসমাইল গাজী বেচারাম দেউরির একই গলির দুই বাড়িওয়ালা। এক সময়ের দুই বন্ধু এখন ভায়রা ভাই। বিয়ের কিছু দিনের মধ্যে শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে দুই ভায়রা ভাইয়ের দ্ব›দ্ব হয় এবং এক পর্যায়ে মুখ দেখাদেখি বন্ধ। ইসমাইলের চার পুত্র এক কন্যা আর আলেফের দুই কন্যা এক পুত্র। ইসমাইল আলেফ শিক্ষিত না হলেও ছেলেমেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছেন। ইসমাইল গাজির বড় ছেলে পান্না-পাড়ার প্রেসে একটা দুই পাতার পত্রিকা ছাপায়, মহল্লা সংবাদ নামে। এই পত্রিকায় আলেফ মিয়াকে নিয়ে প্রায়শই প্রতিকীভাবে রসাত্মক গল্প ছাপা হয়। এক পর্যায়ে পান্না এই পত্রিকা ছাপতে চায় না। এর একটা ইন্টারনেট সংস্করণ করতে চায় সে যার নাম হবে মহল্লা বিডি.কম। দুই পরিবারের বিবাদমান দ্ব›দ্ব নিরসনে নানা উদ্যোগ নেয় জুম্মন মামা আর মামী। কিন্তু পরিবারের ছেলেমেয়েদের বোকামী আর সরলতা বারবার বাধা হয়- এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন