বিনোদন ডেস্ক: বইপ্রেমী একজন আগন্তুক এবং এক স্কুল পালানো কৌত‚হলী বালকের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জাদুর সাঁকো। ‘মানুষ বই দিয়ে অতীত বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে’ রবি ঠাকুরের এই উক্তি থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রটির নামকরণ করা হয়েছে জাদুর সাঁকো। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সৈয়দ এরফান খান, সৈয়দ ইফফাত আরা মিম, অন্ত আজাদ, কাজী ফয়সল, রেজাউর রহমান, স্বপ্ন জুয়েল, তৌহিদ শেখ। চিত্রগ্রহণ করেছেন বরকত হোসেন পলাশ। শিশির বিন্দু কমিউনিকেশনস্ প্রযোজিত চলচ্চিত্রটি রচনা চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সন্দিপ বিশ্বাস। বিশ্ব বই দিবস উপলক্ষে আগামী ২৩ জুন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এটি মুক্তি দেয়া হবে। চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি প্রফেসর আবদুল্লাহ আবু সায়ীদকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন