সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমাবে যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তথ্য ও প্রযুক্তির পর এবার ট্রাম্প প্রশাসনের পরবর্তী সম্ভাব্য ধাক্কা আসতে যাচ্ছে ম্যানুফ্যাকচারিং খাতের ওপর। ২ হাজার ৪০০ কোটি ডলারের বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে দ্রæতই পদক্ষেপ নেয়া হবে বলে নয়া দিল্লিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ওয়াশিংটন। এখন পর্যন্ত বাণিজ্য ব্যবধান ভারতের জন্য লাভজনক অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি মার্ক লিন্সকট গত সপ্তাহে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। লিন্সকট জানান, তার সরকার বাণিজ্য নীতি আলোচনার মাধ্যমে মার্কিন রফতানির প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করার চেষ্টা করবে, যাতে সমস্যা কমিয়ে আনতে সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায়। ভারতের এক সরকারি কর্মকর্তা জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) দপ্তর সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে লিন্সকট জানিয়েছেন। লিন্সকট আরো জানিয়েছেন, বাণিজ্য ব্যবধান মার্কিন শিল্পের ওপর বিরূপ প্রভাব ফেলছে। একই সঙ্গে ভারতীয় রফতানি কেন বৃদ্ধি পেয়েছে সেটাও খুঁজে দেখা হবে। এদিকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক পারস্পরিকভাবে লাভজনক ছিল বলে অতিরিক্ত সচিব অনুপ বর্ধমানের নেতৃত্বাধীন ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের দল জোর দাবি জানিয়েছে। তাদের মতে, এ সম্পর্ক থেকে উভয় পক্ষই একে অপরের কাছ থেকে সুবিধা পেয়েছে। ভারতীয় দল আরো জানায়, যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবেই অর্থনৈতিকভাবে কম উন্নত দেশগুলোর প্রতি পক্ষপাতিত্বের নীতি অনুসরণ করে এসেছে এবং সেগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি অব্যাহত রাখা কখনই সমস্যা হিসেবে দেখা হয়নি। ভারতীয় কর্মকর্তা জানান, মার্কিন প্রতিনিধি দল ভারতের উত্থাপিত কয়েকটি পয়েন্টকে স্বাগত জানালেও বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার অবস্থান থেকে সরে আসতে নারাজ। দ্য হিন্দু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন