শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শাওনের সাথে বিয়ে হয়েছিল চিত্রনায়িকা মাহির

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহির করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন শাহরিয়ার ইসলাম শাওন। গত মঙ্গলবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম পুলিশের দেয়া চুড়ান্ত অব্যাহতির আবেদন গ্রহণ করে এ আদেশ দেন। মামলার চুড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, চিত্রনায়িকা মাহির সঙ্গে শাহরিয়ার ইসলাম শাওনের বিয়ে হয়। তারা দুজন কিছুদিন সংসারও করেন। এছাড়া মামলায় শাওনের বিরুদ্ধে মাহি কোনো সাক্ষী উপস্থাপন করতে পারেননি। তাই তথ্যগত ভুলের কারণে এ মামলার দায় থেকে শাওনকে অব্যাহতি দিতে চুড়ান্ত প্রতিবেদনে আবেদন করে পুলিশ। এর আগে ২০১৬ সালের ২৭ মে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহরিয়ার ইসলাম শাওনের বিরুদ্ধে মামলা করেন মাহিয়া মাহি। মামলার এজাহারে বলা হয়, শাওন মাহির পূর্বপরিচিত ও বন্ধু। গত বছর মাহির বিয়ে হওয়ার পর তার কাছে থাকা বেশকিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন শাওন। মামলায় শাওনের সহযোগী হিসেবে হাসান, আল-আমিন, খালাতো ভাই রেজওয়ানের বিরুদ্ধেও অভিযোগ করেন মাহি। পরে ওই মামলায় গ্রেফতার হন শাওন। বর্তমানে তিনি জামিনে। আদালত মামলার তদন্তের নির্দেশ দিলে পুলিশ ২ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতের সংশ্লিষ্ট জিআর শাখায় চ‚ড়ান্ত প্রতিবেদন জমা দেয়। চ‚ড়ান্ত প্রতিবেদনে শাওনকে অব্যাহতি দিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক সোহরাব মিয়া। উল্লেখ্য, মাহি এখন সিলেটের এক তরুণকে বিয়ে করে ঘর-সংসার করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সাদ্দাম ২৮ এপ্রিল, ২০১৭, ১:৪১ পিএম says : 0
দৈনিক ইনকিলাবের উচিত এই নিউজগুলো এড়িয়ে চলা।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন