রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জাতীয় সার্ফিং শুরু

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের (বিএসএ) ব্যবস্থাপনায় ও দেশের শীর্ষ চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ল্যাবএইড গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে দু’দিনব্যাপী তৃতীয় জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। গতকাল কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এ সময় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল। উপস্থিত ছিলেন সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ফিরোজ রশিদ এমপি, সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ল্যাবএইড গ্রুপের পরিচালক সাকিফ শামীম ও কাজী ফিরোজ রশিদ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী শোয়েব রশিদ। স্থানীয় সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল সার্ফিং অ্যাসোসিয়েশনের জন্য স্থায়ীভাবে একটি জায়গা বরাদ্দের উদ্যেগ গ্রহনের অঙ্গীকার করেন। পাশাপশি সার্ফিং সম্প্রসারণের জন্য তিনি আর্থিক সহযোগিতারও আশ্বাস দেন। আজ বিকাল ৪টায় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯িত থাকবেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন