বগুড়া অফিস : বগুড়ায় দু’টি পিস্তল ও ১০ বোতল ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার হয়েছে। এরা হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামের লোকমান মোল্লার ছেলে বারিক (৩৫) ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ধরনদা গ্রামের শাজাহান আলমের ছেলে রিফাত আহম্মেদ (২২)। বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পরিতোষ কুমার কুন্ড জানান, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদরের বাঘোপাড়া বাজারের পাশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ওঁৎপেতে থাকে। এসময় দিনাজপুর থেকে বগুড়ায় আসার পথে বগুড়া রংপুর মহাসড়কে শাহীনের ইটভাটার সামনে দুইজন মোটরসাইকেল আরোহীকে চ্যালেঞ্জ করে।
এসময় ওই দুই যুবক ধস্তাধস্তি শুরু করে। পরে তাদেরকে আটক করে তল্লাশি করে শরীরে বিশেষভাবে বাঁধা অবস্থায় দু’টি আমেরিকার তৈরি নাইন এমএম পিস্তল, চারটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুই যুবকের বিরুদ্ধে তিনি বাদী হয়ে বগুড়া সদর থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন